শালা আততায়ীর মতো জোছনার আলো আমায় ধাওয়া করে,
অথচ আমি গুমোট অন্ধকার আর দেয়ালঘড়ির সাথে বেজেওঠা
টিকটিকিটির সাথে বেশ ছিলাম;
এখন,এই প্রায় নিভে যাওয়া মোমের মতো রাতে, চায়ের কাপ খুঁজি!
হয়তো এক কাপ চায়ে ভালোবাসা নাই-ঘুম নাই-জোছনা প্রতিফলিত করাবার মতো জায়গা নাই;
তবুও ভোরের আলো জানালার ভাঙ্গা গ্লাসে আঘাত করার আগে আমার এক কাপ চা কিংবা ঘুম চাই,
আমার চিৎকার করার মতো একটা তারবিহীন আকাশ চাই!
অরণ্যের গহীনে গোপনে মধুআরোহীর মশাল পোড়া ধোঁয়ায় বৃষ্টি অথবা জোছনারাতে আমার গায়ে বৃষ্টিধারা ,
প্লীজ চিৎকার করতে দাও নাহয় বিশুদ্ধ বাতাস দাও
আমায় চন্দ্রবিন্দু হতে দাও কিংবা এই নক্ষত্রের তলে একটু ঘুমাতে দাও