সভ্যতার নিচে চাপা পড়ে থাকা কবিতার খাতায়
হতাশা,আলোর তীব্র ঝলকানিতে চোখে করুণ অন্ধকার
নগরীর কবর খুড়ে তখন কবি আদিম কবিতা চুরি করে,
কখন কিভাবে সংস্কৃতি খুন হয় তা কেবল কবি জানেন
কিন্তু সেই
জটিল সামগ্রিকতা কেন খুন হয় আবার কেনইবা সেই খুনের দায়ে কবি অভিযুক্ত তা কেবল চোদনারাই জানে
বাস্তবতা ভয়াবহ ম্যাটেরিয়েলিষ্টিক,
আমরা বাড়ি ফিরতে জানি না
গোধুলির মতো ক্ষনস্থায়ী সময়ে কেন যাব বাড়ি?
মহাকালের চোরাপথ অন্ধকার , হারিয়ে যায় আলো
সেই অন্ধকার হাতড়ে হেটে বেড়াই নিঃসঙ্গ
2024-03-20