আমি মূলত নীল তিমি হতে চয়েছিলাম,
বিশাল সাগরে ঘুরে দেখতে চেয়েছিলাম
সাগরে কোনো দুঃখ আছে কিনা,
বিষাদ কি সাগর ক্লান্ত হয়ে পড়ে তীরে বসে থাকা
সেই বৃদ্ধের মতো?
কিন্তু আমি মানুষ হয়ে ডুবে গেলাম এক্সিসটেনশিয়াল ক্রাইসিসে,
যেখানে নিঃসঙ্গ তিমির মতো ডুবে গেলাম সাগরের গভীরে
কিংবা মদের গেলাসে
অথচ আমি মানুষ হতে চাইনি
তবু্ও
এখানো পুড়ে যাওয়া ফুসফুস হাহাকার করে,
অন্ধকারে ভালোলাগে ,
এক বুক ভরা বাতাস নিয়ে এই ম্যাটেরিয়ালিস্টিক বাস্তবতায় বসে থ ভাবি ,
মানুষ মূলত একা
2024-03-20