সিগ্রেটের ফিল্টারে
বন্ধা নারী পোয়াতি বোণে যায়
সিগ্রেটের ফিল্টারে
ঘুমন্ত এক পশু বিশেষজ্ঞ
অসুস্থ এম্বুলেন্স হয়ে যাতায়াত করে
তিনিদিন যাবত গড়াগড়ি খায়
মাংসের চিতা, টালমাটাল মশারি, কুমারির গোপনাঙ্গ-
তাড়ির স্মেল।
নিরীহ বলপেন জানেনা বিয়ের বিরহ
ভেড়ার খোপা থেকে ঝরে পড়ে
উচ্ছিষ্ট জারজ কাশফুল
ট্রেনের জানালায় আহত ওড়না
পিরামিডে রক্তের জলছাপ
টর্চলাইট, মাতালের মুন্ডুপাত
সিগ্রেটের ফিল্টারে অমীমাংসিত এক পাগলের পূর্বাভাস।
2021-06-29