একদিন ভোরের বাতাসে আমি তোমার হয়ে জন্মাবো
জন্মাবো দূরের পাখি হতে হতে নীলে হারাতে
তোমাকে বাসতে বাসতে।
তুমি থাকবে
আমার একশত বাইশ নাম্বার কবিতায়
তুমি থাকবে মুক্ত খাঁচায়,আমার হৃদয়ে
আমি দেখবো তোমাকে
সন্ধ্যার আকাশে উড়ে যেতে…
সত্যি,সন্ধ্যার আকাশে তোমার উড়ে যাওয়ার দৃশ্যের মতো সুন্দর আর কিচ্ছু হতে পারে না;
Onek Shundor!Protita line and chondey mon bhore gelo !
ভালোবাসা জানবেন।