বছর তিনেক পর
আবারো চিঠি লিখছি তোমাকে।
সবে মাত্র –
উৎসব শেষে বাড়ি ফিরলাম।
হাতে সিগারেট ধরিয়ে
তোমার অনন্তকালে ছুটে চলা
ছোট্ট শিশুর মতো
বেড়ে উঠে জীবন
বেড়ে উঠে বিষণ্নতারা
মুছে যাচ্ছে
পৃথিবীর সব লাল-নীল রঙ।
তবুও এঁকেছি
মনের দরোজা জুড়ে
মায়াবী তোমাকে।
আদতে এখানে বসন্ত নেই
শীত নেই
যেমন করে নসীবে নেই
বাড়ি ফেরা তোমার প্রিয় মুখ।
গোটা তিন তিন বছর
আমি ভেঙে পড়েছি
আমি উঠেছি
নত হয়েছি
আবার দাঁড়িয়েছি।
আমার হতাশা
আমার না বলা কথা
আমার নীরবে জ্যোৎস্না দেখা
সবই লালন করেছি ভাঙা পাঁজরে।
একদিন
খুব করে চেয়েছি
তোমাকে,কল্পনায়।
বুকপকেটের গোলাপের দিব্যি
খুব করে চেয়েছি
আমার লড়াই এবার তোমার হোক
ভুল চেয়েছিলাম
ভুল জেনেছিলাম
ভুল শিখেছিলাম।
জীবনের লড়াই জীবনের
আমার লড়াই আমার,তোমার লড়াই তোমার।
দেখা হবে
গন্তব্যে
দেখা হবে
বুকে পিঠে বড় বড় অক্ষরে লেখা
প্রেমের স্লোগানে
দেখা হবে
উৎসব শেষে ফিরতি পথে।