5/5 - (2 votes)

একজন যান্ত্রিক মানুষের
আশাহত হওয়ার কিছুই নেই;
কিছু নিদারুণ ব্যর্থতায়
আশাহত করে,উদ্বেলিত করে
নগরীর প্রিয়তমার একশত বছরের অপেক্ষা
অনন্তকাল মিথ্যা প্রলোভনে আশা জাগিয়ে
ঠেকিয়ে রাখে
আমরা উন্মাদ হয়,অজস্র ফুল হাতে
সদা হাস্যময়ী মুখে।

একটি বিশাল হৃদয়ের অপেক্ষায়
ছুটে আসা প্রিয়তমা এখন একই নগরীতে
ঠোঁটে হালকা লিপস্টিক মেখে
নীল শাড়ি আর খোঁপায় বেলী ফুলে
পলাতক হৃদয় ছিনিয়ে নেয়
হয়ে উঠে অচেনা,সুদীর্ঘ এক প্রহরে।
এক ফোটা জলের জন্য
ততক্ষণে হাহাকার নেমে আসে বুকে
একটি কবিতার সন্ধানে
গভীর রাতে শহরজুড়ে হাটা
কতশত চুমু ঝরে,হৃদপিণ্ডের পঁচনে
নগরীর এপাশ-ওপাশ;

সত্যি এ হৃদয় যান্ত্রিক,এ শহর যান্ত্রিক
আশাহত হওয়ার কিছুই নেই
কিছুই নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments