একদিন হুটহাট বেড়িয়ে পড়বো
সমাজের এঁকে দেওয়া বৃত্তের বাইরে
ডানা মেলে
মুক্তির আনন্দে।
ভোরের আজানে
স্রষ্টা আসে দুঃখ হয়ে
আমার কাছে
গন্ডি পেরিয়ে নিরুদ্দেশ হবো বলে
একটা আকাশ পাঠালো।
সব ছেড়ে যাবার দিন আসে
বিদায় জানাই
আটকে যাই কারো হাতের স্পর্শে
আবার ফিরবো,বছর কুঁড়ি পর –
মুক্তির আনন্দে ছুটবো
নিজেকে ভালোবাসবো।
প্রিয় বেলীফুল খোঁজে এখন তোমার চুল
আমি খুঁজি তোমাকে।
হারিয়ে যাই তোমার আঁকা শহরে
তোমাকে রেখেছি
মুঠোফোনে
কখনো কখনো মনে-মনে
নয়ত গুনগুন করে…