প্রিয়তমা আমার
চিন্তা করো না
আছি আমি
তোমার অপেক্ষায়
জানি আমি – মৃত্যু আসছে ঘনিয়ে,চোখের পলকেই
তবে এতো তাড়াতাড়ি নরকে যাচ্ছি না
পৃথিবীটা উপভোগ করা আরো যে বাকি,প্রিয়তমা আমার।
প্রিয়তমা আমার,
সন্ধ্যার বিষণ্নতায় এখনো কি পাখি উড়ে?
এখনো কি ভালোবাসা কাছে পেয়ে দূরে ঠ্যালে দাও?
ঠিক যেমন আমি বেসেছি তোমাকে।
প্রিয়তমা আমার,
চলো হারিয়ে যাই
প্রেমের বয়েস কেটে যাওয়া বেতাগীতে….