দুঃখের দিন শেষে
তুমি এসেছিলে
প্রথম প্রভাতের ছোঁয়ায়
আবার চলে গেলে
প্রহরী’কে রেখে
দুঃখের জীবনে ছুঁড়ে ফেললে
আমাকেও।
জানি ফিরবে না কেউ
ফিরবে না
আমাদের হঠাৎ আসা বিকেল
ফিরবে না
তোমাকে ছুঁতে একা একা হেঁটে চলা
আসবে না তুমিও
আসবে না প্ল্যাটফর্মের শেষ ট্রেন।