বাংলা কবিতা, পলাতক আসামী কবিতা, কবি সাযীম হিমু চৌধুরী - কবিতা অঞ্চল
4.3/5 - (3 votes)

নির্জন আঁধার রাত
উদাসী মন তোমার চোখে
খুঁজি তোমায় উন্মত্ত হয়ে সহস্র কবিতায়
কিংবা অজস্র স্বপ্নের দিশায়।

বিবর্ণ এই শহরে সবকিছুর বহরে
ব্যকুল মন খুঁজছে ভীষণ করে
নীল খামের আশায় কত অধীর অপেক্ষা
প্রিয় ডাক শোনার আগে
আলিঙ্গন ছেড়ে ছুটে চলে গ্যালে অচেনা উষ্ণতায়
ততক্ষণে চিঠি উড়ে গ্যাছে
পলাতক আসামীর খোঁজে,নিরুদ্দেশ।

মাঝেমাঝে ভাবি কাকে এতো ভালোবাসি
শত কিন্তুর আড়ালে মিথ্যের আশ্র‍য় নেয়া তোমাকে?
সময় গড়ায়,প্রশ্নেরা হাতছানি দিয়ে বেড়ায়
ক্ষয়ে ক্ষয়ে আসা বুকের গভীরে ঝড়
ক্ষণিকের ইন্দ্রজালে গিলে খাক বেদনা
পুরনো সেই মৌনতার মৌনকথায়
হারিয়ে যাও শ্রাবণের অবেলায়।

রাত্রির পাঁচিলে ধোঁয়াটে মত্ত আমি
বীভৎস প্রেমান্ধতার সাথে করলাম সন্ধি
ফেলে আসা স্মৃতিতে অবশেষে ঠাঁই
বেপরোয়া বিষণ্ণতায় কিংবা নিশ্চুপ আঁধার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments