এই নিঃসঙ্গতায়,প্রতি রাতের কান্নাতে
আমি খুঁজে পাই তোমাকে,আমাকে,আমাদের স্রষ্টাকে;
এতো রাত জাগা,জেগে জেগে ছুটে যাই বাইপাস টার্নে
মস্তিষ্কের আনাচে-কানাচেতে
নেমে আসে বিষাদ,জানলার একখণ্ড আকাশে;
সেই পুরানো প্ল্যাটফর্ম,প্রণয়িনীর ছোঁয়ায় পুরানো ক্ষতে
যে ক্ষতে ছিলো তার বসবাস।
জানো? কপোত-কপোতীদের প্রেমে আমি তোমাকে দেখি
বিচ্ছেদের গল্পেও তোমাকে দেখি
এবাদত শেষে যখন বিষণ্ণ আকাশ দেখি,মনে হয়
তুমি আসবে কোনো পাখির বেশে ঐ শিশিরভেজা মেঠোপথে কিংবা
দু’কাপ চা’য়ের বিকেলে
জানি,খুব কাছ থেকে আর দেখা হবে না,কথা হবে না
তবুও মনে হয়…
মনে হয় গোটা আকাশটাই তুমি
যাকে নীরবে ভালোবাসি আর জন্ম জন্মান্তর ধরে চেয়ে থাকি;
এরপর ভুলে যাই তোমার কথা,এ জন্মের কথা
আর চুমু লুকানো বুকপকেটে তোমাকেই রাখি
জ্যোৎস্নামাখা রাতে নয়,বিষাদময় রাতে;
বারবার এবাদত শেষে যখন একা হয়ে পড়ি
মনে হয়…
মনে হয়
একদম নীরবে জমে যাওয়া এ হৃদয়ে
কেবল তোমাকেই রাখি,তোমাকেই রাখি।