5/5 - (2 votes)

এই যুগে তোমাকে ভালোবেসেছি প্রণয়িনী
প্রাণপণে তোমার মন ছুঁতে চেয়েছি
প্রেমআদুরে বুকে জড়িয়ে ধরতে চেয়েছি
হাতেহাত রেখে তোমার বিকেল হতে চেয়েছি
তবুও অচিরেই ভুল ভেঙ্গে
হেটে চলে গ্যালে নোনাবালির তীর ধরে।

যেমনটা সেদিনো রেখে চলে গ্যালে
এই সন্ধ্যার অন্ধকারে,দুরত্বের ফাঁকে
তবুও এই অন্ধকারে আমি তোমার হতে চেয়েছি
ঠোঁট গাল বুকের স্পর্শ পেতে চেয়েছি
ফের তোমার নখে ক্ষত বিক্ষত প্রাণ হতে চেয়েছি
তবুও নীরবতার পথ আঁকড়ে
দু’এক কদমে হারিয়ে গ্যালে।

আমি নিরাশ হই নি
আমি হেরে যাই নি
তবুও মেনে নিয়েছি এই মহাকাল
যেদিন অবিশ্বাস তোমাকে মুক্তি দিবে
এই মহাকাল তোমায় বিশ্বাস করবে
অনুতপ্ত হৃদয় পুড়বে
সেদিন প্রেমের পবিত্র সুধায় আমাকে চাইবে,বারেবারে চাইবে
শুধু আমাকে।
তুমি চিৎকার করবে আর আমাকে খুঁজবে
বলে উঠবে,
এই যুগে তোমাকে ভালোবেসেছি,কেবল তোমাকে।
ততদিনে আমি হারিয়ে যাবো মহাকালে
আর সেই মহাকাল বলে দেবে,
‘ আমি তোমাকে কেবল ভালোই বেসেছি ‘।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments