তারপর
সব ইচ্ছে দাফন দিয়ে দিলো শহরের বুকে আরেকবার
দাফন করে দিলো প্রিয়তমার অস্তিত্ব,প্রিয় শাদা রঙের শাড়ি
বিগত যুদ্ধে তুমি ফিরে গ্যালে আধমরা লাশের পাশ ঘেঁষে
এই যুদ্ধে দু’এক কদম পিছিয়ে পড়া তরুণের ক্রোধ
খোলাসা করবে আগামীর রাজপথে কার উৎসব
খোলাসা করবে জয়-পরাজয়ের কথা।
বুক ভারী বাতাসে
সমুদ্রের পাশে এসে সব দুঃখ মুছে ফেললো এক তরুণ
এমন এক দুঃখ
যে দুঃখ গিলে খেতো রোজ,অল্প অল্প করে
আমি দেখলাম
বরং শুনলামও স্রষ্টার কাছাকাছি তরুণের আর্তনাদ
বলে উঠে- বেদনার ভাগিদার কেবল মানুষ,অমানুষ নয়।
প্রার্থনা করি আমি
যেন শহরের সবচে’ সুন্দর হৃদয়,তরুণের নামে হোক
ঠিক আমার মনের মতো।