এই শহর সুন্দর
এই চাঁদ সুন্দর
সুন্দর
আমাদের আলাপ
এবং তুমি।
এই পথঘাট
তোমার অচেনা
যেমন অচেনা
আমিও
তোমার কাছে।
অচেনা মায়া
কাছে ডাকে
প্রিয়জনের ছোঁয়ায়।
আমাদের
হৃদয় উড়ে
ধোঁয়ায় ধোঁয়ায়
ভাসমান চিঠি
আজও
তোমার আকাশে
বলো তো?
এ জীবন কার?
জন্মের নাকি মৃত্যুর
এ জীবন তাদের
যারা ভালোবেসে ডেকেছে
খুব কাছে।