একদিন
হুটহাট বেরুবো
আধো অন্ধকারে
দুঃখ খুঁজতে
সাহিত্যের আসরে
প্রহর শেষে
দক্ষিনা বাতাসের উষ্ণতায়
খুঁজি
কুয়াশায় অভিমানী মুখ
কাঠফাটা রোদ্দুর ফেলে
ভালোবেসো
তুমিও,কনকনে শীতে।
আমি আসব
অভিমানী মুখ
আমি আসব
ঝুম বৃষ্টির চুমুতে
আমি আসব।🌻
একদিন
হুটহাট বেরুবো
আধো অন্ধকারে
দুঃখ খুঁজতে
সাহিত্যের আসরে
প্রহর শেষে
দক্ষিনা বাতাসের উষ্ণতায়
খুঁজি
কুয়াশায় অভিমানী মুখ
কাঠফাটা রোদ্দুর ফেলে
ভালোবেসো
তুমিও,কনকনে শীতে।
আমি আসব
অভিমানী মুখ
আমি আসব
ঝুম বৃষ্টির চুমুতে
আমি আসব।🌻