ভীষণ মন খারাপে
মনে পড়ে প্রিয়জন,তোমাদের
কিছুতেই মন বসতেছে না
দমবন্ধ চারপাশ
একটা অন্ধকার ঘরে বছরের পর বছর আমি বন্দী
মুক্তির আশায় আমার রুহ ছটফট করতেছে
আর চারদেয়ালের ভেতর ই থেমে যাচ্ছে আমার যতো আর্তনাদ।
আমি বোধ হয় –
হাজির হলাম
পৃথিবীর সবচে’ দুঃখের দিনে।
কাউকে দেখছি না আজ কোথাও;
আমি একা।
খাচ্ছি একা,ঘুমোচ্ছি একা,হাসতেছি একা,কাঁদতেছি একা…
আমি বুঝি না।আমার তো ঘুরেফিরে সবই আছে।
সব থাকা সত্ত্বেও একটা মানুষ কিভাবে ভেতরে ভেতরে এতো একা হয়ে পড়ে?
আমি আসলেই কিছু বুঝতেছি না।
আমার কি হয়েছে তাও জানিনা।শুধু এইটুকু জানি –
“আমার ভেতরটা মরে গ্যাছে,
যেমন করে মরে গ্যাছে দু এক কদম হেঁটে হেঁটে কিছু প্রিয় মানুষ আর ভালোলাগা হতে ভালোবাসা।”