এই আমার আগামীকাল
কেটে যাচ্ছে তোমার অপেক্ষায়
এই আমার আগামীকাল
প্রেমিকের এক যুগ অপেক্ষা।
এইটুকু সময়ে লিখে ফেলি তোমাকে
শত শত কবিতায়
অস্তিত্বে ভালোবেসে ফেলি,ভীষণ
তুমিও ধরা দাও
ধরা দাও দুঃখের দিনে
শেষ রাতে উজ্জ্বল নক্ষত্রের মতো
আমার কবিতার মতো –
অপূর্ণ জীবনে।
আমাকেও দাও
শূন্যতায় পূর্ণতার জীবন;
আমাকেও নাও
আমৃত্যু তোমাকে ভালোবাসার অভিযোগে,হৃদয়ের কারাগারে।
এমন ই দিন আসুক মৃত্যূত্তর জীবনেও।
যে জীবনে হতে চাই
লাল রঙে ছেয়ে যাওয়া কৃষ্ণচূড়ার বিকেল
হতে চাই
আমৃত্যু তোমার ভালোবাসা
একসঙ্গে বৃদ্ধ হতে সব
হতে চাই
তোমার সব আগামীকাল জুড়ে আমাকে;
আমাকেও নাও
এই পূর্ণতায়,হোক তা দু’জনার দুঃখের দিন। 🌻