ব্যর্থতার রঙ কেমন–
গ্রীষ্মের চড়ুইভাতি?পোস্টমর্টেম জোনাকি?
আলো নিষ্কাশনের পথ ছাড়া নর্দমা?
কেঁচোভর্তি সেপটিক ট্যাংক?আঁশটে পঁচা গোলাপের পাকস্থলীর মতোন?
ব্যর্থতার গায়ের রঙ ?
হালকা চাঁপা,খয়েরি –বৃষ্টিস্নাত ভাদ্রের বিদায়ী জোৎস্না?
নির্ঘুম রাত,হাতকাটা মনুমেন্ট, গর্তভর্তি কালো কপাল?
কিছুটা শ্যামলা কিংবা
আমার গৃহবধূর তালাকের স্ট্যাম্পের মতোন?
ব্যর্থতার কি চোখ থাকে?
ডোরাকাটা? একটু কালশিটে, ভ্যাবসা আঁচে ভাজা
বার বি কিউ কাজলের এলোমেলো দাগ?
নাক থাকে?
হাওয়ায় দোলানো, বাঁকা,দুমড়ানো মুচড়ানো,ফ্যালনা
কসটেপ সাটা?
ঠোঁট থাকে? জিহ্বা?গ্রীবা?ফুসফুস?
অথবা
ব্যর্থতা কি আমার মতোন?
হতাশাবাদী? ক্রাচে ভর দেওয়া আঙুল?ঘাড় যন্ত্রণা?
ব্যর্থতা কি আমার মতোন?
পাপ জন্ম?রিজেকশন? বাতিল প্রেমিক?
নাকি আমিই সেই ব্যর্থতা–
যে কিনা গত কয়েক শতাব্দী ধরে এখনো পরিত্যক্ত মগজের খাবার জুগিয়ে যাচ্ছি
ভাগাড়ের ব্যাকটেরিয়া হয়ে–নিরাশাবাদীর মতোন?