পৃথিবীর সামান্য আলোতে
তোমার চুলের আবডালে
তোমার মুখ যেদিন দেখেছিলাম
সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
হরিণী চোখের কোটরে
ঘন মেঘের মতো কালো
কাজল, দেখেছিলাম যেদিন
ঠিক সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
তোমার কপালের দিগন্তে
নীল টিপ, যেদিন দেখেছিলাম
সেদিনই তোমায় ভীষণ
অসম্ভব রকমের ভালোবেসেছিলাম
তোমার ঠোঁটের উষ্ণ,
আর্দ্র অভিবাদন
যেদিন পেয়েছিলাম
সেদিনই তোমাকে ভালোবেসেছিলাম
তোমাকে ভালোবেসেছিলাম
হেরে যাওয়ার দিন
তোমাকে ভালোবেসেছিলাম
মরে যাওয়ার দিন।