সারা শহর চষে বেড়িয়েছি উদ্বায়ী কর্পূর যানে
অথচ কোথাও পাইনি তোমার ঠিকানা।
আমিতো স্থাণু না
ছিলাম মানবিক দ্রোহে
যমদূত এর সাথে অনন্ত আত্মগোপনে
তবুও দেখো খুঁজে ফিরি মৌলিক স্মৃতিস্তম্ভগুলি।
পেয়েছি শুধুই একটুকরো পোড়াজমি।
যেহেতু চাষের আর নেই কিছু এ মনে
সারাক্ষণ খুঁজছি এক আততায়ী
অবশেষে পেয়েছি
হনন এর অপর নামটি তুমি।
2021-04-26