No poet is original- Pablo Neruda
আমি মৌলিক কিছু নই।
অতি তুচ্ছ, গৌণ।
তাই ভাত, কাপড়, বাসস্থান কিংবা হাসপাতাল আমি নই।
তোমরা আমাকে কোন গৃহেও পাবে না।
আমি বড়জোর হতে পারি একটা স্নিগ্ধ সকাল কিংবা
গোধূলি লগ্নের একটা সরল হাওয়া।
কিংবা বিষণ্ণ দুপুরের ভাবনা
নয়তো নিরালা রাতের নিস্তব্ধতা।
আমি বড়জোর হতে পারি এক শুদ্ধতম প্রেমিক
যে বালখিল্যতার মোহমায়া কাটিয়ে ভালোবাসার পতাকা উড়িয়ে
চলে যেতে পারে দূরের দ্বীপে।
যে বরণ করে নিতে পারে মানবিক সকল পরাজয়।
আমি মৌলিক কিছু নই, পোড়ামাটির যে গন্ধ লেগে থাকে
বাহুবলী বিবেকের হাতে, তাকে ছুঁয়ে যেতে পারে কোন সে মৌলিকতা।