এখন শুধু ভালোবাসাকেই ভালোবাসা হয়
যে ভাষা সৃষ্টি করেছিলাম আমরা
তার বর্ণমালা গুম হয়ে গেছে
তাই আমি শুধু স্লেট নিয়ে বসে থাকি।
মনে পরে সব আবছা অক্ষরমালা
যার অর্ধেকটুকু আছে কোথাও
হয়তো মেরিন ড্রাইভের কোন অন্যমনস্কতায়
কিংবা অচেতন এক সন্ধ্যায়।
আর্তনাদ কোন অক্ষর নয়
সঙ্কেত কোন ভাষা নয়
ইশারা নয় কোন শব্দ
শূন্যতা নয় কোন বাক্য।
তাই এখন শুধু ভালোবাসাকেই ভালোবাসতে হয়।