শব্দেরও হয়তো নিজস্ব কিছু শব্দ থাকে
যেমন নীরবতার নিজস্ব কিছু নীরবতা
ভেবোনা আমি হারিয়ে কিংবা পালিয়ে গিয়েছি
আমি আমার নিজস্ব নীরবতার ছবি আঁকছি
যার রং, তুলি, ক্যানভাস তুমি
কখনো কখনো এক একটা শব্দের বৈঠা বেয়ে
পৌঁছুতে চাই তোমার কিনারে।
কোথায় তুমি লুকিয়ে থাকো? কোন আড়ালে?
কেমন আছো কার মনের ঘরে?
ভেবোনা আমি পৌঁছুতে পারবোনা।
মহাব্যাধির এই মহাতান্ডবকে দুমড়ে
একদিন আমার নীরবতা দাঁড়াবে তোমার সম্মুখে।
যা নেই তাও যে আছে, থাকে এপাশে ওপাশে।
2022-05-05