অনন্ত সংলাপের পর
অন্তরঙ্গতার গভীর যে বেহাগ বেজে ওঠে মনের গহীনে
যা ভেসে যায় দূরের নীল কোন দ্বীপে
আমি তাকে নিয়ে যাবো কোন এক অজানা নিরালায়।
যে বিবশতা আমার সমস্ত শরীরকে ভাসিয়ে নিয়ে যায় চোরাবালির কিনারে
আমি তাকে রুখে দিবো পৃথিবীর প্রাচীনতম কোন শিলালিপিতে।
যাতে লেখা থাকবে, প্রেমের যে গন্ধ লেগে আছে শরীরের গভীরে
যে ব্যর্থ অগ্নুৎপাত রয়ে গেছে নিকষ মোহমায়ায়
তা জমে বৃক্ষ হয়ে ফুটবে যে ফুল
তা অঞ্জলি হয়ে পড়ে রইবে তোমার বেদিতে।
2021-04-24