উপমা আর অনুভূতির সকল ব্যাকরণ লেখা হয়ে গেছে
আবিষ্কার হয়ে গেছে প্রেমের সকল সুড়ঙ্গের মানচিত্র
ব্যবচ্ছেদ হয়ে গেছে এইসব অস্তিত্বের বাস্তুতন্ত্র
লেখা হয়ে গেছে মানবিক সব কবিতাবলী!
কিছুই নেই বাকি?
অথচ দেখো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আজও কবিতার প্রতিটি অক্ষর।
আমূলে মৌলিকভাবে সাজাবো বলে কারাবন্দি
এইসব অক্ষরমালা জমিয়ে রেখেছি এক মানবিক প্রতীক্ষায়।
যা বলবে অনাগত হৃদয়ের ব্যাকরণ।
যে বোধ শ্যাওলার মত লেপটে থাকে হৃদয়ের গভীরে
তাকে ভাসাতে পারে কোন সে টোপাপোনা!
2021-04-23