বাংলা কবিতা, কুড়িগ্রাম কবিতা, কবি সাম্য রাইয়ান - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

উত্তরে ফিরে এলে পূর্বমত মেঘ
অনিচ্ছায় প্রেমে বাড়ে- পুরনো আবেগ। 

বলো কেণ ষোলনদে জাগাচ্ছো প্রণয়
প্রবীণ জানেন সবই- ক্ষুব্ধ গতিময়। 

সোনাভরী-ফুলকুমর সুসজ্জিত মায়া
শহরের নাভিতে জাগে- ধরলার ছায়া। 

অগণন সম্পদশালী- আরও উচ্চ দাম
বেহিসেবী ঘুমন্ত মেয়ে- তীব্র কুড়িগ্রাম।  

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments