4/5 - (1 vote)

বঙ্গাব্দ চৌদ্দশ ত্রিশ
আসলো বছর—ফিরে,
ঢাক ঢোল আর বাজনা বাজে
সব আনন্দ ঘিরে—।

আয় ছেলেরা আয় মেয়েরা
মেলায় কে কে—যাবি?
মুড়ি-মুড়কি টেপা পুতুল
মন্ডা কিনতে পাবি—।

নাগরদোলা বাউল গানে
জমে বৈশাখ—মেলা,
পুতুল নাচ ও সাপের খেলায়
কাটবে সারা বেলা—।

ব্যবসায়ীরা হালখাতাটা
খুলে যত্ন—করে,
নববর্ষের আগমনে
পুরান হিসাব ধরে—।

পুরনো সব গ্লানি মুছে
নতুন বছর—আসে,
ধর্ম-বর্ণ বিভেদ ভুলে
খুশি চোখে ভাসে—।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments