3/5 - (1 vote)

চল রে সুজন করি কূজন
মনের দুয়ার খুলে,
বসন্ত আজ নাড়ছে কড়া
কচি পাতা দুলে।

উত্তরে যে বইছে হাওয়া
দক্ষিণা সুর তুলি,
কয়দিন পর ডাকবে কোকিল
অভিমান তার ভুলি।

মনের কোণে গুনগুনিয়ে
প্রেমের বাঁশি বাজে,
সখা-সখী করবো কূজন
সকাল-দুপুর-সাঁঝে।

পাড়াপড়শি যে যাই বলুক
তুলব নাহি কানে,
বসন্ত যে ভিড়বে মনে
প্রেমের সুরের তানে।

কৃষ্ণচূড়া রাধাচূড়া
হবো দুজন সাথি,
বসন্তেরই পাগল হাওয়ায়
রইব জেগে রাতি৷।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
মোঃ রুহুল আমিন গাজী ( B.S.S )
2 years ago

চমৎকার