Review This Poem

দেহ বন্দী খাঁচার ভেতর
মন টা বন্দী নয়—-
বিশ্বাস বন্দী ভালোবাসায়
নাহি ভাঙ্গার ভয়—-।
➖>
সুখটা বন্দী দুঃখ মাঝে
জীবন বন্দী তাই —-
চাওয়া বন্দী পাওয়ায় নাকি
হিসাব গরমিল ভাই—-।
➖>
সাগর বন্দী জলের ধারায়
বিশালতার শেষ নাই—-
পাহাড় বন্দী সবুজ ছায়ায়
চোখ জুড়িয়ে পাই—-।
➖>
জোছনা বন্দী চাঁদের মায়ায়
মনকে বলে আয়—-
প্রেমের মাঝে কষ্ট জেনে
ওই পথে সব যায়—-।
➖>
মায়ায় বন্দী জীবন যুদ্ধ
আপন পরে ঠাঁই—-
দুঃখ-কষ্টের বেলায় চড়ে
সুখের নাগাল চাই—-।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments