ভাবছি আজি নিত্য কত
পাচ্ছি নাহি—কূল,
ভাবনা থেকে বেরোয় দেখি
করছি শত ভুল—।
একটু একটু জীবন থেকে
সময় হচ্ছে —পার,
শেষ জীবনে এসে দেখি
কেহ নয়তো কার—।
ভাবনা শেষে হিসাব কষে
হয়নি কোন—কাজ,
হেলায় হেলায় কাল ফুরালো
হচ্ছে ভীষণ লাজ—।
কর্ম মাঝে জীবন বাঁচে
অমর হয় যে –নাম,
জীবন যৌবন থাকতে তাইতো
করতে হবে কাম—।
অচল জীবন সচল করতে
কাজে মনটা—চাই,
অলসতা পরিত্যাগে
পরিশ্রমে ঠাঁই—।।