আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও জোছনার আলোতে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও নিজের অজান্তে অবুঝ দুটি চোখের জলে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও নীরবে কিছু কথায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
——–>কখনও কষ্টহীন ব্যথায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও অদ্ভুত কিছু চাওয়ায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
——>কখনও একাকী পথ চলায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
——–>গোধূলির শেষ বেলায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>অবুঝ আমাকে বোঝার ভাষায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও হাজারো অপ্রাপ্তির মাঝে পূর্ণতার পাতায়।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
—–>কখনও শিশির ভেজা শীতের সকালে।
আমি প্রতিদিন তোমাকে খুঁজি
——>কখনও শরতের কাশবনে।
তবুও হয়না জীবনে তোমায় পাওয়া
——>অবিরাম কিছু সুখ ধূমকেতু হয়ে আসে
বৃষ্টির মতো ঝরে চলে যায় শেষে⛈️⛈️⛈️
চমৎকার লিখেছেন
কলম চলুক অবিরাম