ঝাপসা গরম আপসা নয়ন
তিরিশ দিনের—আয়ু,
চৈত্র তোমার দিন ফুরালো
প্রখর তাপে বায়ু—।
মন বসেনা কাজের মাঝে
স্বস্তি নাই যে—মনে,
তপ্ত রোদের তিক্ত জ্বালায়
বাঁচা কঠিন ক্ষণে—।
কালবৈশাখীর ঝড়ো হাওয়া
মনে দেয় যে—দোলা,
মনের ভেতর শঙ্কা আবার
যায় কি স্মৃতি ভোলা—।
প্রখর রোদে মেঘগুলো যে
নিত্য করে—খেলা,
আঁধার নামে দিনের বেলায়
কালো মেঘের মেলা—।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
ময়ূর পেখম—তুলে,
চৈত্র দিনের বেলা শেষে
বৈশাখ ফিরে কূলে—।।