চৈত্র গেলো বৈশাখ এলো
কালবৈশাখীর—ঝড়ে,
বৃক্ষ পাবে সজীবতা
শাখে পাতা ভরে—।
বৈশাখ এলে বৃষ্টিধারায়
শান্তি পাবে—সবে,
ধরার বুকে চৌচির জমিন
শান্ত হবে তবে—।
জনজীবন কষ্টে আজি
প্রখর তপ্ত—রোদে
বিদায় নেবার পালা এলো
সুখটা দিয়ে মোদে—।
তপ্ত রোদে চৈত্র আসে
রৌদ্র তাহা—বলে,
ঝড়-প্রবাহে আসে বৈশাখ
চৈত্র হেসে চলে—।
ঋতুচক্রের এমন বাহার
বাংলায় আছে—মিশে,
নতুন বছর আসুক ফিরে
নতুন ধানের শীষে—।।