আজকে আমার মন ভালো নেই একরত্তিও মোটে,
বোবা মনের কথাগুলো বুকপকেটে নোটে।
সময় আমার যাচ্ছে বয়ে একলা একা ঘরে,
দুখের সাথে সন্ধি এখন সুখের অশ্রু ঝরে।
হৃদয় দিয়ে বাসছি যারে এতখানি ভালো,
আজকে সে-তো ভুলে গিয়ে জীবন করছে কালো।
পাহাড় সমান ব্যথা নিয়ে মনটা শুধু খোঁজে,
একাকিত্বে কাটছে সময় কে বলো আর বোঝে?
হৃদ আকাশে জমেছে মেঘ চলছি একলা পথে,
দুখের পবন নিত্য বয়ে পাইনা শক্তি রথে।
সুখের সময় ছিলো সে-তো মন ভুলানো সাথি,
কোন ভুলেতে গিয়েছে যে নির্ঘুম কাটি রাতি।
আজকে আমার মন ভালো নেই একরত্তিও মোটে,
তারই স্মৃতি চোখে ভাসে কষ্ট যেন জোটে।
প্রিয়া তুমি সুখে থেকো দুখ সাগরে রেখে,
তুমি ছাড়া কেমন আছি যাওনা একটু দেখে।
আজকে আমি কবি হলাম তোমার স্মৃতি নিয়ে,
আমায় ভুলে আছো কেমন দূর প্রবাসে গিয়ে?
এক জীবনে হয়নি তোমায় আমার আজই পাওয়া
পুরনো সব স্মৃতি ভুলে সুখে থেকো চাওয়া।।
চমৎকার লিখেছেন প্রিয় কবি