হেলেন টিকিট কাটছি ওগো
ঈদে আইমু—বাড়ি,
তোয়ার লাগি কিনছি চুড়ি
আইমু তাড়াতাড়ি—।
বাপের লাগি পায়জামা শার্ট
মায়ের লাগি—শাড়ি,
হোলার লাগি জিন্সের প্যান্ট
মাইয়ার খেলনা গাড়ি—।
ভাইয়ের লাগি কি যে কিনুম
মাথায় আইল—নাহি
ছোট্ট বইনের মুখটা শুধু
বুকে গাঁথি রাহি—।
পকেট ভর্তি টেয়া এহন
শান্তি নাহি—লাগে
বেকের কথা হড়লে মনে
দুঃখ গুলা ভাগে—।
ভালা থাকিস সোনা বৌ গো
বেকেরে তুই—নিয়ে
বাসতি ভালো কত জানি
বুঝছি বিদেশ গিয়ে—।।