না হয় তোমার একাকীত্বে সঙ্গ দিয়ে রইলাম,
না হয় হইলাম শুধু গল্প বলার মানুষ।
হইলাম তোমার মন খারাপে ক্লাউন
গানের সময় শ্রোতা হইলাম
দুঃখ করলে উদার হইয়া ব্যথাও নিলাম।
না হয় তোমার একলা বেলায়
চুপ করে হোক, পাশেই রইলাম।
তুমি নতুন মানুষ পাইলেও
আমায় রাইখা দিও, রাইখা দিও।
মনের বাইরে রাখলা না হয়
তবুও আমায় রাইখা দিও।
সবাই গেলেও আমি আছি দেইখা নিও
দূরে গেলেও খুঁইজো না হয়
তুমি যখন একলা ভীষণ।
দেইখা নিও চুপ করে হোক আছিই পাশে,
আমায় তুমি রাইখা দিও, রাইখা দিও,
কারণ একলা সময় ঘুইরা ঘুইরা আসে।
2021-09-23