Review This Poem শিউলী কি জানে রাতের শেষে ঝরে পড়তে হবে তাকে শিশিরস্নাত ঘাসে। তবুও সে ফোটে যদি কোন পথিক নেয় তব তুলে তাকে ভালোবেসে। 2021-08-27