5/5 - (1 vote)

কবিতার জনপ্রিয়তা কমেছে- এটি একটি অপপ্রচার!
এখনো কবিতার ভালোবাসায়ই সাজানো আমাদের জীবন সংসার।
এখনো সব মা শিশুকে কপালে ‘চাঁদ মামার টিপ’ পরায়!
এখনো ‘ঘুম পরানির মাসি পিসির সুরে’ পাড়া জুড়ায়!
এখনো কৃষক ‘হই হই – ডান বাম’ ছড়া গানে চড়ায় হাল,
এখনো রাখাল ‘ভ্রমর কইয়ো গিয়া’ সুরে নামায় সন্ধ্যাকাল!
এখনো দিন মজুর সহ সব শ্রণী কথা বলে ছন্দে ছন্দে,
এখনো কবিতাই আছে মিশে সব মানুষের রন্ধ্রে রন্ধ্রে!
এখনো প্রেমিক-প্রেমিকা কবিতায় কথা কয়!
এখনো রাজনীতিবিদ ছন্দে কাঁপায় বক্তৃতায়!
এখনো সমাজে সচেতনা বাড়ানোর স্লোগান শুনি কবিতায়-কবিতায়!
এখনো পত্রিকার শিরোনাম হয় ছন্দময় পাতায়-পাতায়!
এখনো মানুষের জন্ম-মৃত্যুতে গীতি কবিতা বাজে!
এখনো সুখ-দু:খরা সুরে বেসুরে কবিতার রঙে সাজে!
এখনো মানব জীবনে- ‘ভালো-মন্দ’ সর্বত্রই আছে কবিতার উপমা!
দ্বিমত নেই! পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে কবিতার রূপমা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments