4/5 - (1 vote)

তোমায় সূর্য ভেবে সূর্যমুখী হতে চেয়েছিলাম!
কিন্তু, প্রতিবারই হয় পৃথিবী, নাহয় চন্দ্র মাঝে এসে গ্রহণ লাগিয়ে দেয়!
নয়নে নয়ন রাখা হলোনা আর!

পরক্ষণে, আবার স্বপ্ন দেখি মুখোমুখী হবার-
ভিন্নভাবে সাজাই নিজেকে, কল্পনায় তোমাকেও ভাসাই অন্য প্রতিরূপে।
তোমাকে চাওয়া আর পাওয়ার উপায় খুঁজি, ব্যবধান কমাতে চাই নিয়ত।
তখন, বৈষম্যের মেঘমালা তোমায় ঢেকে দেয়।
নয়নে নয়ন রাখা হলোনা আর!

আবার ফিনিক্স পাখির মত জেগে উঠি, স্বপ্নমাখা চোখে।
ভাবি তোমার সাথে এইবার বুঝি দেখা হবে!
দুর্বিসহ কুয়াশার নেকাবে তোমায় লুকিয়ে রাখে প্রচলিত আবহ।

তবুও, হতাশ নই- সূর্যমুখী হবোই!
‘সু’ উপসর্গ যুক্ত শাসন চাই পৃথিবীর সব প্রান্তরে-
একদিন হয়তো, ভালোবাসার চাওয়া পূর্ণ হবে!
সূর্যমুখীর নয়নে নয়ন রাখা হবে- সুশাসনের সূর্যোদয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments