আনন্দে বাঁচো।
আনন্দে বাঁচো মন সর্বক্ষণ।
এ জীবন আনন্দময়, এ পৃথিবী আনন্দময়-
যদি তুমি সাজাতে পারো!
খুব বেশি কিছু করতে হবে না এজন্য-
শুধুমাত্র লোভশত্রুকে করো দমন!
লোভ: সে কেবলই তোমাকে দুঃখে ডুবিয়ে রাখতে চায়-
এসব উপেক্ষা করতে শেখো! নিয়ন্ত্রক হও অনুভুতির।
অনুভুতিতে সুখ বারবার তৈরি করো!
আনন্দে বাঁচো।
2021-08-21