নিষেধ শুনলে না
তুমি
পাখা মেললে রাতভর
উড়ে গেলে
এদিক ওদিক
তুমি
আমাকে নাওনি পিঠে
ও শ্যামল
দীর্ঘ দেবদারু
তুমি
শুনলে যমের কান্না
রাতপ্রহরীর সিগনালে
আর
চোখে দেখলে অতীতের
সব লাশ
জ্যান্ত হয়ে
উঠে আসছে আগামীর থেকে
তুমি
বৃক্ষ হতে
চাইছ না আর
শুধু
আমি আজ
তোমার শেকড়
থেকে
জন্ম নিতে চাই
2023-04-02