ধরেছ দু হাত।
আবছায়া রাত
মুছছে অধীর
আমার শরীর,
তোমারও মুছুক
আধখানা মুখ।
পূর্ণ ও মুখে
চোখে ও চিবুকে
কীভাবে তাকাই!
তাকালে তো ছাই,
পুড়ে খাক চিতা।
ঝরুক কবিতা
না হয় বরং
আগুনের রং
তোমাকে ছাপিয়ে।
হাতে হাত নিয়ে,
ছুতো কবিতার,
আসলে তোমার
পড়ছি আঙুল,
ঠোঁট, ভুরু, চুল।
হাওয়া অশান্ত।
গিয়েছিলাম তো
তোমাকে জাগাতে।
হাত নিলে হাতে,
মৌন, হঠাৎ।
নির্জন ছাদ
ভাসল আকাশে,
ধীরে নিভে আসে
আবছা আওয়াজ
শহরের ঝাঁজ।
উড়ে যেতে যেতে
কী যে সংকেতে
আধভেজা চোখ।
রক্তের ঝোঁক
ত্বক ছিঁড়ে ডাকে।
ছুঁয়েছি তোমাকে
স্পর্শ করিনি
দূরবর্তিনী।
ভ্রুক্ষেপহীন
কেন এতদিন
তোমাকে চিনিনি?
কেন যে চিনিনি!
১৩ জানুয়ারি ২০১৯