রং ম্রিয়মাণ হয়ে যাওয়া পুরনো স্মৃতি,
তবুও সদ্য বয়ঃসন্ধিতে পড়ার মতো উত্তেজনা, উদ্দীপনা জাগায়।
কথা ফুরাবে না বলার প্রতিশ্রুতি
দপ করেই নিশ্চুপ নিভে যাওয়া।
চোঁখে চোঁখে তাকিয়ে অবাস্তব কল্পনায় ভাসা-
দিনশেষে ওই চোঁখেই অভিনয়ের ছাঁয়া।
চলন্ত সময়কে এফোঁড় ওফোঁড় করার বাসনা
অজান্তেই হৃদপিণ্ড ফুঁড়ে বেরিয়ে যায়।
অদূরেই স্বপ্ন রূপের মরীচিকা
সামনে আগালেই মোহভঙ্গের পৌণপুণিকতা।
ফেলে আসা প্রিয়জন, প্রিয় সময়
অসময়ের ট্রাফিক জ্যামে আজো অনেক প্রিয়।