শত্রুর শত্রু আমার বন্ধু এটা মেনেই চলছে বিশ্ব
বাকি সব নীতিকথার ফাঁকা বুলি শুধুই অশ্ব ডিম্ব।
মানবতা, শান্তি এগুলো শুধু মিথ
উচ্চস্বরে যারা বলে তারাই করে চিট।
ভরপুর খেয়ে নিয়ে ঘুমাচ্ছে পান্ডারা
ডাকলেও নড়ে না বলে শুধু দূরে যা দূরে যা।
সুসময়ে যারা খেয়ে নেয় বড় ভাগটা
অসময়ে তারাই মারে আছোলা বাঁশটা।
মুখোশের আড়ালে তাদের কত যে মুখোশ
কথা আর কর্মে বলবে…একদম খামোশ।
মোড়লদের শক্তির হুংকারে নাজেহাল বিশ্ব
কেন প্রাণ ঝরে যায় উত্তর দিচ্ছে না কেউ তো,
মাটির মূল্য বাড়ছে নিত্য
মানুষের মূল্য দিনকে দিন পড়ন্ত।
মুখে মুখে গান গাই মানবতার
আসলে মানুষ নয়, আমার শুধু ভূখণ্ডের দরকার।
চোরে চোরে মিলে যায় স্বার্থ করতে উদ্ধার
নিজের স্বার্থে লাগলে আঘাত,
তারাই বলে মার! মার! শালারে আচ্ছা করে মার।
কে যে কার বন্ধু, কে যে কার শত্রু
এসবের উত্তর খোঁজাটাই ব্যর্থ
কিন্তু শত্রুর শত্রু আমার বন্ধু এটাই যেনো চিরসত্য।