কালো রূপের ঝলকে চোঁখ কী কখনো ঝলকায়?
সাদা রূপের কামনায় যৌবন কী উঠে দাঁড়ায়?
প্রশ্নের বাণে সব কী উন্মোচন করা যায়?
রূপের স্রষ্টা তো ব্যক্তি নিজে নয়,
আন্ধার বলে আক্রমণ করার রীতি কী নিজের সাথে যায়?
কালো তো মন্দ নয়,নয় কোনো অভিশাপ
চামড়া ফর্সা, কালো- র বৈরিতা যুগে যুগে থাকবেই,
তুমি তোমার মতো করে সুন্দর, অন্যরা তাদের মতো করে।
কষ্ট, চাপা রাগ-অভিমান, সাদা-কালোর বৈষম্যের ঠুনকো পর্দায় কেন প্রতিফলিত হয়?
মুখ তুলে তাকালে, ভেতর থেকে হাসলে
হৃদয় মেলে বাঁচলে,
হাতে চুড়ি,পরনে শাড়ি, ডাগর চোঁখের মায়াবী ভয় জাগানিয়া চাহনিতেও
কেউ কেউ শ্যামাঙ্গী রূপের দিকে সহস্র বছর তাকিয়ে থাকতে পারে।
সময়,সুযোগের সন্ধিক্ষণে হয়তো
কেউ খুব নিকটে যাবে,
হাত ধরার বাসনায়
সারাজীবন এক প্রাণে বাঁধতে চাইবে।
2021-12-04