Review This Poem

পৃথিবীর বাঁকে হারিয়ে যাওয়া পথিক
পথের ঠিকানা খুঁজে,
চাইলেই পাওয়া যায় বলে
যুক্তির মিছিলে দাবী জোরদার করে।
ব্যথিত হৃদয়,করুণ কথামালা
গতিহীন ম্যরম্যারে পথচলা বিরক্তি বাড়ায়।
সূর্য অস্ত যায়, বলার মতো মিথ্যে বুলির
দু’পয়সার বাজারে শুধুই হুজুগে আহাজারি।
বাতাসের ঝাপটায়
চোঁখে মুখে হাসির ঝলকানি উঠে না,
যৌবনের মহাসঙ্গীতের মূল উধাও
ঢাল, তলোয়ার বিহীন নিধিরাম সর্দারের মতো শুধুই বিজ্ঞাপনের রমরমা।
এ মাটির বুকে কত মহাপুরুষ, বীরপুরুষ, কাপুরুষ হেঁটেছে,,,,,,কত রূপসী রমণী,,,
মাটির গন্ধ কান দিয়ে শুনে দেখো,
বলবে- সবগুলারে খুব করে গিলে খেয়েছি,তোমারেও একইভাবে…..

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments