মস্ত নিথর আকাশ-
উচ্ছন্নে যাওয়া তেজস্বী আমিত্ব
আবছা আলোয় ম্রিয়মাণ কামনা
আকাশছোঁয়া অট্টালিকার জৌলুশ
হাঁড়ভাঙ্গা খাঁটুনির অভুক্ত জঠরজ্বালা
শ্রেণী,বর্ণ,গোত্র,জাত বৈষম্যের দ্বন্দ্ব
শূন্যের মাঝে অবলা ধরণী
অসীম সসীমের দূরত্বে নিয়ন্ত্রক।
গ্লানি,হতাশা আর সুতীব্র হাহাকার
ইচ্ছাশক্তি আর ভাগ্যের লড়াই,
ফুল থেকে ফল হবার বাসনা
প্রকৃতি আর পোকার কাছে যবনিকা।
অঙ্কুরেই নিঃস্ব হয়
সংগ্রামে বিজয়গাঁথার সারথীরা।