বড্ড অসময়ে হৃদয় ক্ষেপে যায়
সাধন সঙ্গী নিত্য খোলস পাল্টায়,
প্রেমের মোড়কে অপ্রমের পদ্য
মস্তিষ্কে জমে আছে স্মৃতির গন্ধ।
চিরকুটে বিনিময় হওয়া চুক্তিপত্র
হৃদয় জ্বালাতে অঙ্গীকারবদ্ধ,
কষ্টের নির্বাক ভাষা
নিশিতে বর্ষে যায় বালিশে রাখলে মাথা।
অজানা রঙ্গিন স্বপ্নে মিথ্যা আশার বাণী
আজ বড়ই আঘাত দেয়, সেটা কী জানো রমণী?
মফঃস্বল পাড়ার খাঁ খাঁ স্টেশনে কাটানো সময়
ভাবতাম আহ্ জীবন কত মধুময়,
আজ বুঝি সবই ছিলো তোমার সুনিপুণ অভিনয়।
প্রস্তুতিহীনভাবে হঠাৎ একদিন হবে দেখা
আমি থাকবো তখনোও নিঃসঙ্গ একা
তুমি তখন নতুন ফুলে ভরপুর থোকা।