আমার জামানো স্বপ্নগুলো
অল্পতেই হলো অপমৃত্যু,
স্বপ্নমাঝে রাখা আমার বিশ্বাসটটুকু
আর ফিরেনি কভু।
বিশ্বস্ত হৃদয়মাঝে সবটুকুতে তুমি
বিশ্বাস রেখে হয়েছিলো পদযাত্রা
সময়ের স্রোতে তা আজ নিতান্তই অতীত
দীর্ঘশ্বাস জমিয়ে বুকে শুধু নিস্তব্ধতা।
জমানো স্বপ্নগুলো খু্ঁজতে যাই
আজও বেলা অবেলায়,
যতটা রেখেছি বিশ্বাসে আর স্মরণে
ততটাই আঘাত স্বপ্নপ্রান্তে।
জমানো বিশ্বাসটুকু অক্ষত রেখে
একাকীত্বের মাঝে বেঁচে আছি আজও
‘না’ বলা কথাগুলো হয়নি বলা
সঞ্চয়ে যা রেখেছি শতাব্দীজুড়ে।